Studypress News

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট লোপেজ

03 Jul 2018

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাডো। প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়েছেন লোপেজ। তার প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর দ্বিগুণ।

ওবরাডোর মেক্সিকোর শীর্ষস্থানীয় বামপন্থি নেতাদের মধ্যে অন্যতম।  এবার তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন তিনি। এর আগে ২০০০ সালে তিনি  মেক্সিকো সিটির মেয়র নির্বাচিত হন। এ বছরের  প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মেক্সিকোতে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচনে ওবরাডোরের প্রধান প্রতিপক্ষ ছিলেন ক্ষমতাসীন ইনস্টিটিউশনাল রেভ্যুলেশনারি পার্টি ও ন্যাশনাল অ্যাকশন পার্টির প্রার্থীরা। ভোটের হিসাবে ক্ষমতাসীন পিআরআইয়ের প্রার্থী জোসে অ্যান্তোনিও মিয়াদে তৃতীয় স্থানে রয়েছেন।

বর্তমান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর শাসন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ ছিল। তিনি পিআরআই দলের পক্ষে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন। তার শাসনামলে দেশটিতে ব্যাপক অর্থনৈতিক মন্দা ও দুর্নীতির প্রাদুর্ভাব দেখা দেয়।