Studypress News

বিশ্বকাপে ব্যবহৃত ভিএআর কী?

26 Jun 2018

এখন ফুটবল খেলাতে কখনো কখনো দেখা যায় ক্রিকেটের মতোই রেফারিও দুই হাত দিয়ে চারকোণা টিভি স্ক্রিন আঁকার মতো সংকেত দিচ্ছেন। এই সংকেত দিলে ভিডিও রেফারি (Video Assistant Referee or VAR)রিপ্লে দেখে রেফারির সিদ্ধান্তে কোন ভুল হয়ে থাকলে তা জানান। ভিডিও এসিসস্ট্যান্ট রেফারি বা ভিএআর এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলে চালু হলো।  এর আগে অবশ্য ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল লিগে এর প্রয়োগ দেখা গিয়েছে।
ভিএআর প্রযুক্তি ব্যবহার করে এবার বিশ্বকাপের এর মধ্যেই বেশ কয়েকটি বড় ধরণের সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে।

ভিডিও এসিসস্ট্যান্ট রেফারি মাঠের রেফারিকে সহায়তা দেন, বিশেষ কিছু কিছু ক্ষেত্রে - সেগুলো হলো গোল হলো কিনা, পেনাল্টি কিক দেবার মতো কোন ফাউল হয়েছে কিনা, সরাসরি লাল কার্ড দেবার কারণ ঘটেছে কিনা, অথবা একজনের ফাউলের কারণে আরেকজন শাস্তি পাচ্ছেন কিনা।

যদি মাঠের রেফারি কোন স্পষ্টভাবেই ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন, তাহলে ভিডিও রেফারি তার রিপ্লে সুবিধা ব্যবহার করে রেফারিকে সহায়তা দেন। তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ থাকছে। কার্যত ভিএআর একটা খেলায় পঞ্চম রেফারি হিসেবেই কাজ করছেন। তিনি যদি মাঠের রেফারিকে ভিডিও ফুটেজ দেখতে বলেন, তাহলে তিনি মাঠের পাশেই মনিটরে তা দেখবেন, সিদ্ধান্ত নেবেন এবং খেলা আবার শুরু করে দেবেন।