Studypress News

চীনের কে-৮ ডব্লিউ জেট ট্রেইনার বিমান কিনছে বাংলাদেশ

22 Jun 2018

চীন থেকে কে-৮ ডব্লিউ জেট ট্রেইনার বিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী। এ নিয়ে জি২জি চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও চীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বিমান বাহিনী সদর দপ্তরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বাংলাদেশের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক এবং চীনের পক্ষে চায়না ন্যাশনাল এ্যারো টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (ক্যাথিক)- এর ভাইস প্রেসিডেন্ট লিও জিয়ানহাই চুক্তি স্বাক্ষর করেন।

 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কে-৮ ডব্লিউ জেট ট্রেইনার বিমান ২০১৪ সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহার হয়ে আসছে। পুনরায় কে-৮ ডব্লিউ জেট ট্রেইনার বিমান-এর সংযোজন বিমান বাহিনীর বিমান প্রশিক্ষণ সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে। বিমান বাহিনীতে চীনের তৈরি কে-৮ ডব্লিউ জেট ট্রেইনার বিমান সংযোজনের এই চুক্তিটি ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে স্বাক্ষরিত হলো