Studypress News
মালয়েশিয়া কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নূর শামসিয়াহ মোহামেদ ইউনূস
24 Jun 2018
মালয়েশিয়ায় নূর শামসিয়াহ মোহামেদ ইউনূসকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দেশটির আলোচিত ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহার (ওয়ান এমডিবি) আর্থিক কেলেঙ্কারির ঘটনা তদন্তকারী দলের একজন ছিলেন। আজ শুক্রবার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকার তাঁকে এ পদে নিয়োগ দেয়।
মাহাথিরের একজন মুখপাত্র বলেন, নূর শামসিয়াহ একসময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। মেয়াদ শেষে ২০১৬ সালে তিনি অবসরে যান। দুই বছর পর তিনি গভর্নর হিসেবে ফিরে এলেন।
সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের শাসনামলে ওয়ান এমডিবি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে আগের গভর্নর মুহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে। এর জেরে চলতি মাসে পদত্যাগ করেন তিনি। নির্বাচিত হওয়ার পর মাহাথির মোহাম্মদ নতুন করে ওয়ান এমডিবি কেলেঙ্কারি তদন্তের নির্দেশ দিলে পুরোনো অভিজ্ঞতার আলোকে সহায়তা করেন নূর শামসিয়াহ।