Studypress News
গাঁজা সেবন বৈধ করল কানাডা
20 Jun 2018
বিনোদনের উদ্দেশ্যে গাঁজার ব্যবহার বৈধ ঘোষণা করেছে কানাডা সরকার।
গত ১৯ই জুন ২০১৮ কানাডার পার্লামেন্টে এ ধরণের একটি বিল পাশ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাঁজার ব্যবহার বৈধ ঘোষণা করা ধনী দেশগুলোর প্রথম দেশ হলো কানাডা।
সিনেটে ৫২-২৯ ভোটে বিলের সংশোধিত প্রস্তাবনাটি পাশ করা হয়। এর ফলে আগামী আট থেকে ১২ সপ্তাহের মধ্যে কানাডায় গাঁজার সম্পূর্ণ বৈধ মার্কেট চালু করার ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল দল ২০১৫ সালের সফল নির্বাচনী প্রচারণার সময় গাঁজা বৈধ করার ঘোষণা দিয়েছিল। তাদের যুক্তি হচ্ছে, নতুন আইন করা হলে গাঁজা কম বয়সীদের নাগালের বাইরে রাখা যাবে এবং এ সংক্রান্ত অপরাধ কমিয়ে আনা যাবে।
একটি টুইটে ট্রুডো বলেন, আমাদের শিশুদের জন্য গাঁজা জোগাড় করা খুব সহজ হয়ে গিয়েছিল। এতে করে অপরাধীদের ফায়দা লোটাও সহজ হয়ে পড়েছে। গাঁজা বৈধ ও নিয়ন্ত্রণ করতে আমাদের পরিকল্পনা সিনেটে পাশ করছে।
বিশ্বের অন্যতম বৃহত্তর অর্থনীতির দেশ হিসেবে কানাডায় গাঁজা বৈধ করায় অন্যান্য যেসব দেশ একই পরিকল্পনা করছে তারা দেশটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
গাঁজা উৎপাদন নিয়ন্ত্রণ করবে ফেডারেল সরকার, কিন্তু এটি বিক্রির ক্ষমতা থাকবে প্রদেশ ও শহর কর্তৃপক্ষের।