Studypress News
কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ইভান দুকো
18 Jun 2018

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির কনজারভেটিভ নেতা ইভান দুকো। ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী গুস্তাভো পেত্রোকে হারিয়েছেন এই নতুন নেতা।
ভান ডুকে কোনও পরিচিত রাজনীতিবিদ নন। সাবেক প্রেসিডেন্ট আলবারো উরিবের পরামর্শ ও সমর্থনে তিনি তিনি ২০১৪ সালে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ‘ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকে’ কাজ করতেন। তিনি কর হার হ্রাস ও বিনিয়োগ বাড়ানোর জন্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
Important News

Highlight of the week
