Studypress News
ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেন রাফায়েল নাদাল ও সিমোনা হালেপ
22 Jun 2018

প্যারিসের রোলাঁ গারোঁয় ফাইনালে অস্ট্রিয়ার থিমকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারান ৩২ বছর বয়সি স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এটি নাদালের ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ে তার ওপরে আছেন শুধু রজার ফেদেরার (২০)।
ক্লে কোর্টের রাজা তকমা পাওয়া নাদাল রোলাঁ গারোঁয় গতবার চ্যাম্পিয়ন হয়ে ছেলে ও মেয়েদের মিলিয়ে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে একক কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় ১০টি শিরোপা জয়ের কীর্তি গড়েছিলেন। আর এবার চ্যাম্পিয়ন হয়ে একক কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় সর্বোচ্চ শিরোপা জয়ের সর্বকালের রেকর্ড স্পর্শ করলেন। ১৯৬০ থেকে ১৯৭৩ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে ১১ বার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ডটা গড়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্ট।
অন্যদিকে মহিলা এককের ফাইনালে স্লোয়ান স্টেফানকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সিমোনা হালেপ।
Important News

Highlight of the week
