Studypress News
জি-৭ সম্মেলন
10 Jun 2018
জি-৭ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে তৃতীয়বারের মতো এ জোটের আউটরিচ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ আউটরিচ অধিবেশনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে কানাডা গেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেলে তিনি কুইবেকে পৌঁছান। জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ছাড়াও বিশ্বের ১৫ জন সম্ভাবনাময় নেতাকে এই আউটরিচ অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিগুলোর সংগঠন জি-৭-এর সদস্যরাষ্ট্রগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
কানাডার কুইবেকের ম্যানুয়া রিশলিও হোটেলে আউটরিচ অধিবেশনস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাস্টিন ট্রুডো। শেখ হাসিনা এর আগে ২০০১ সালে ইতালিতে এবং ২০১৬ সালে জাপানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেন।