Studypress News
মাদ্রিদ ওপেনে শিরোপা জিতলেন কেভিতোভা এবং জভারেভ
15 May 2018
মহিলা এককে চেক রিপাবলিকের কেভিতোভা এবং পুরুষ এককে জার্মান খেলোয়াড় জভারেভ শিরোপা জয় করেন।
নেদারল্যান্ডের কিকি বারটানসকে পরাজিত করে তৃতীয়বারের মতো মাদ্রিদ ওপেনের শিরোপা জয় করেছেন পেট্রা কেভিতোভা। ম্যারাথন ফাইনালে চেক রিপাবলিকের বিশ্বের ১০ নম্বর তারকা কেভিতোভা ৭-৬ (৮/৬), ৪-৬, ৬-৩ গেমে বারটানসকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হন। প্রথম নারী খেলোয়াড় হিসেবে মাদ্রিদ ওপেনে তিনবার শিরোপার জয়ের কৃতিত্ব দেখালেন কেভিতোভা। এর আগে ২০১১ ও ২০১৫ সালে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছিলেন এই চেক তারকা। সেন্ট পিটার্সবার্গ, দোহা ও গত সপ্তাহে প্রাগে শিরোপার জয়ের পরে চলতি বছর এটি তার চতুর্থ শিরোপা। স্প্যানিশ রাজধানীতে রাতের ফাইনালে অবাছাই বারটানসকে পরাজিত করতে কেভিতোভা সময় নিয়েছেন দীর্ঘ ২ ঘণ্টা ৫১ মিনিট। ফাইনালের পথে বারটানস একে একে পরাজিত করেছিলেন বিশ্বের সাবেক এক নম্বর তারকা মারিয়া শারাপোভা ও ক্যারোলিন ওজনিয়াকিকে। ৩৯টি উইনার্স ও ৫৮টি আনফোর্সড এরর দিয়ে রোলার কোস্টার ফাইনালে কেভিতোভা ক্যারিয়ারের ২৪তম শিরোপা জয় করলেন।
ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক টিয়েমের বিপক্ষে ৬-৪ ও ৬-৪ গেমে জয় দেখেন ২১ বছর বয়সী জার্মান তারকা জভারেভ। ক্যারিয়ারে জভারেভের এটি তৃতীয় মাস্টার্স-১০০০ শিরোপা। ক্যারিয়ার সচল থাকা খেলোয়াড়দের মধ্যে মাত্র পঞ্চম তারকা হিসেবে কমপক্ষে তিনটি শিরোপা কুড়ালেন জভারেভ। এমন কীর্তি রয়েছে কেবল টেনিসের শীর্ষ চার তারকা রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারের।