Studypress News
বিশ্বকাপে নিষিদ্ধ পেরু অধিনায়ক
15 May 2018

৩৬ বছর পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে পেরু। তার আগে বড় ধরনের দুঃসংবাদ শুনলো দক্ষিণ আমেরিকার দেশটি। ডোপিং কেলেঙ্কারির কারণে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হয়েছেন পেরু অধিনায়ক পাওলো গুরেরো। আগের ছয় মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এই মাসেই। ফিফার দেয়া শাস্তির মেয়াদ ২ বছর করতে আপিল করেছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াদা)। তা আমলে নিয়ে ১৪ মাসের নিষেধাজ্ঞার রায় দিয়েছে সালিশি আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।
Important News

Highlight of the week
