Studypress News
ডিএসইর সঙ্গে চীনের চুক্তি স্বাক্ষরিত
14 May 2018
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শতকরা ২৫ ভাগ শেয়ার কেনা নিয়ে সোমবার একটি চুক্তিতে স্বাক্ষর করেছে শেনঝেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে গঠিত চায়না কনসোর্টিয়াম। বার্তা সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে হংকংয়ের অনলাইন দ্য স্ট্যান্ডার্ড। এতে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের শতকরা ২৫ ভাগ শেয়ার কেনার চায়না প্রস্তাব সম্প্রতি অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি তার ওয়েবসাইটে বলেছে, প্রতিটি শেয়ার ২১ টাকা মূল্যে মোট ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার বিক্রি অনুমোদন করেছে বিএসইসি। এর আগে এসব শেয়ার বিক্রির জন্য কৌশলগত অংশীদার খুঁজতে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ।