Studypress News

আল –আমিনের হ্যাট্রিক

25 Nov 2015

বিপিএলে গত ২৩ তারিখ  আল-আমিন হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়েছেন। চার ওভার শেষে আল-আমিনের বোলিং ফিগার ছিল এরকম ৪-০-৩৬-৫।  

আল-আমিন বোলিংয়ে এসেই প্রথম ওভারে উইকেট তুলে নেন। আউট করেন মুমিনুল হককে। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রবি বোপারাকে একই জায়গায় তালুবন্দি করান। ক্রিজে আসা নুরুল হাসান সোহানকে তৃতীয় বলে সরাসরি বোল্ড করেন বরিশাল বুলসের এ পেসার।মুশফিকুর রহিমকে আউট করার মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করলেন আল-আমিন হোসেন। তবে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন এ পেসার।


বিপিএলের একমাত্র হ্যাটট্রিকটি ছিল পাকিস্তানের পেসার মোহাম্মদ সামির। ২০১২ সালে দূরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে বিপিএলের প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছিলেন মোহাম্মদ সামি।

টি-টোয়েন্টিতে দুটি বা এর বেশি হ্যাটট্রিক করা চতুর্থ বোলার আল আমিন। সর্বোচ্চ তিনটি ভারতের অমিত মিশ্রের। দুটি করে হ্যাটট্রিক করেছিলেন ভারতের যুবরাজ সিং ও নিউ জিল্যান্ডের টিম সাউদি।

এর আগে,২৬ ডিসেম্বর,২০১৩ এর দিকে  ইউসিবি বিসিবি একাদশের হয়ে আল আমিন হোসেনের রহস্যময় এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিল । ওভারটি ছিল ইনিংসের শেষ। ২০তম ওভারে আল আমিনকে বল দেয়া হয়েছিল। অতি মানবীয় বোলিং দিয়ে ওই ওভারে পাঁচজন ব্যাটসম্যানকে আউট করেন তিনি। লিস্ট এ ম্যাচে এক ওভারে পাঁচ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ডও এটি। শুধু টি-টোয়েন্টিতেই নয়, ক্রিকেটের সব ফরমেটেই এটি রেকর্ড।