Studypress News
৩৪ বছরের রেকর্ড ভাঙলেন নাদাল
11 May 2018
মাদ্রিদ ওপেনের শেষ ষোল’র ম্যাচে আর্জেন্টাইন টেনিস তারকা ডিয়েগোকে ৬-৩ ও ৬-৪ গেমের সরাসরি সেটে হারান স্প্যানিয়ার্ড খেলোয়াড়। এ জয়ে টানা ৫০ সেট জয়ের রেকর্ড গড়লেন রাফায়েল নাদাল। ৩৪ বছর আগে বিভিন্ন টুর্নামেন্টে টানা ৪৯ সেট অপরাজিত থাকার রেকর্ড গড়েছিলেন আমেরিকান টেনিস তারকা জন ম্যাকইনরো। আমেরিকার ম্যাকইনরো টানা ৪৯ সেট জিতেছিলেন ১৯৮৪তে। এর ভেতর মাদ্রিদ ওপেনও ছিল। নাদাল ৫০ সেট জেতেন বার্সেলোনা, মন্টে কার্লো, গত বছরের ফ্রেঞ্চ ওপেন ও চলতি মাদ্রিদ ওপেন মিলিয়ে।