Studypress News
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৯২ বছর বয়সী মাহাথির
10 May 2018
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৯২ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদ।
শপথের পরই পাকাতান হারাপানের (পিএইচ) চেয়ারম্যান মাহাথির আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
বৃহস্পতিবার (১০ মে) স্থানীয় সময় রাত ৯টা ৫৭টার দিকে দেশটির রাজপ্রাসাদ ‘ইস্তানা নেগারা’য় শপথগ্রহণ করেন তিনি। মাহাথিরকে শপথ বাক্য পাঠ করান দেশটির রাজা ইয়াং দি-পারতুয়ান অগং সুলতান মুহাম্মদ (পঞ্চম)।
প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার ফলে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী হলেন ড. মাহাথির মোহাম্মদ। এর আগে টানা প্রায় ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০০৩ সালে তিনি ক্ষমতা থেকে সরে যান। বুধবার (০৯ মে) মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদ ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালকে (বিএন) বিপুল ব্যবধানে পরাজিত করেন। এক সময় এই জোটের হয়ে তিনি মালয়েশিয়া শাসন করেন।
সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে জানা গেছে, মাহাথিরের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট পাকাতান হারাপান পার্লামেন্টের ১১৩টি আসনে জয়ী হয়েছে। পার্লামেন্টের মোট আসন ২২২টি। অন্যদিকে বারিসান ন্যাশনাল জিতেছে ৭৯টি আসনে।
বিরোধীদলীয় জোট পাকাতান হারাপান ২০১৮ সালের জানুয়ারি মাসে মাহাথিরকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে ঘোষণা করে। তখন মাহাথির বলেছিলেন, নির্বাচিত হলে বেশি দিন ক্ষমতায় থাকবেন না তিনি। আনোয়ার ইব্রাহিমকে ক্ষমতায় এনেই বিদায় নেবেন।