Studypress News
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন
14 May 2018

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম করা হয়েছে—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নাম অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে কক্সবাজারের মহেশখালীতে তেল শোধনাগার প্রকল্পর জন্য সেখানকার ১ হাজার ৭০১টি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য সেখানে আরও পাঁচ গুণ গাছ লাগাতে হবে। আর এই গাছ ১০ বছর রক্ষণাবেক্ষণ করতে হবে।
এ ছাড়া গাজীপুরের কাপাশিয়া উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য সেখানকার সামাজিক বনায়নের ১ হাজার ৫৪৬টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
Important News

Highlight of the week
