Studypress News
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নিকোল প্যাশিনিয়ান
08 May 2018
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিরোধিদলীয় নেতা নিকোল প্যাশিনিয়ান। সংসদে ৫৯-৪২ ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
সাবেক প্রেসিডেন্ট সের্জ সার্গিয়ান প্রধানমন্ত্রী হওয়ার পর তার বিরুদ্ধে সুশাসনের অভাব ও দুর্নীতির অভিযোগ তুলে কয়েক সপ্তাহের বিক্ষোভের নেতৃত্ব দেন ৪২ বছর বয়সী নেতা প্যাশিনিয়ান।
প্যাশিনিয়ান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর হাজার হাজার আর্মেনিয়ান রাজধানীর সেন্ট্রাল স্কোয়ারে জড়ো হয়ে আনন্দ প্রকাশ করেন।
সংসদে সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টি গত সপ্তাহে প্যাশিনিয়ানকে প্রধানমন্ত্রী হওয়া ঠেকিয়ে দেন। তার ফলে বাইরে বিক্ষোভ জোরালো হয় এবং এক সপ্তাহের মধ্যেই দলটি সিদ্ধান্ত পরিবর্তন করে তাঁকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচত কর, বলা হয় জাতীয় স্বার্থে।