Studypress News

অ্যাড-ব্লকার থাকলে Yahoo -তে ব্লক!

24 Nov 2015

ব্রাউজারে অ্যাড-ব্লকার সফটওয়্যার আছে এমন ব্যবহারকারীদের নিজস্ব ই-মেইল অ্যাকাউন্টে 'প্রবেশাধিকার' দিচ্ছে না ইয়াহু। সম্প্রতি ব্যবহারকারীদের ব্লক করার এই পদক্ষেপ নিশ্চিত করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। BBC এক প্রতিবেদনে জানিয়েছে, ইনবক্স অ্যাকসেস করতে হলে ব্রাউজারের অ্যাড-ব্লকার ডিজএবল করতে হবে; ইয়াহু মেইল অ্যাকসেস করতে দিয়ে এমন মেসেজ দেখছেন ব্যবহারকারীদের অনেকেই। এই পদক্ষেপের মাধ্যমে কার্যত ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করছে ইয়াহু। সাম্প্রতিক সময়ে সমালোচনার একটি বড় ইসু হয়ে দাঁড়িয়েছে অ্যাড-ব্লকার। আর এই ইসুতে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিক্রিয়াও ছিল ভিন্ন। সেপ্টেম্বরে আইওএস অপারেটিং সিস্টেম আপডেট করে থার্ড-পার্টি অ্যাড-ব্লকার ইনস্টল করার ফিচার চালু করেছে অ্যাপল। যদিও অ্যাপলের নিজস্ব বিজ্ঞাপনগুলো ঠেকায় না ওই অ্যাড-ব্লকারগুলো। অন্যদিকে, বিজ্ঞাপন থেকে আয় কমতে থাকায় ইউটিউবে ‘পেইড সাবস্ক্রিপশন সেবা’ ইউটিউব রেড চালু করেছে গুগল। এতে মাসিক ৯.৯৯ ডলারের বিনিময়ে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা। অন্যদিকে অ্যাড-ব্লকারের পক্ষের ব্যক্তিদের দাবি, এটির ব্যবহার স্মার্টফোন ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী করে এবং মোবাইলে ডেটা খরচ কমায়। পাশাপাশি অনলাইন বিজ্ঞাপন দাতাদের কর্তৃক ট্র্যাকিং এবং ম্যালওয়্যার থেকেও ব্যবহারকারীদের রক্ষা করে অ্যাড-ব্লকার।