Studypress News

রবীন্দ্র পুরস্কার পেলেন আবুল মোমেন ও ফাহিম হোসেন

07 May 2018


রবীন্দ্র সাহিত্যের গবেষণা ও রবীন্দ্র সংগীত চর্চায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রাবন্ধিক গবেষক আবুল মোমেন ও  রবীন্দ্র সঙ্গীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরী  পেলেন এই বছরের ‘রবীন্দ্র পুরস্কার’, এই পুরস্কারটি প্রদান করে বাংলা একাডেমি। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ৭ই মে বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের ছোটগল্পে উপনিবেশিত বাংলা’ শীর্ষক বক্তৃতা দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
এর আগে বিভিন্ন সময়ে বাংলা একাডেমি প্রদত্ত ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন শিল্পী কলিম শরাফী, সনজীদা খাতুন, আহমদ রফিক, অজিত রায়, অধ্যাপক আনিসুর রহমান, রবীন্দ্র সঙ্গীতশিল্পী ফাহমিদা খাতুন এবং ইফফাত আরা দেওয়ান, অধ্যাপক ড. করুণাময় গোস্বামী, পাপিয়া সারোয়ার, মনজুরে মওলা, রেজওয়ানা চৌধুরী বন্যা, অধ্যাপক সনৎ কুমার সাহা, সাদী মহম্মদ, সৈয়দ আকরম হোসেন, শিল্পী তপন মাহমুদ, অধ্যাপক হায়াৎ মামুদ এবং মিতা হক।