Studypress News

বিমসটেক উপকূলীয় নৌযান চলাচল চুক্তির খসড়া অনুমোদন

07 May 2018

বঙ্গোপসাগরের উপকূলবর্তী সাত দেশের জোট বিমসটেকের মধ্যে নৌপথে পণ্য পরিবহন সহজ করতে একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ৭ই মে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘এগ্রিমেন্ট অন কোস্টাল শিপিং’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান সাতটি দেশই এ খসড়ায় একমত হয়েছে এবং বাংলাদেশ এটাতে সম্মতি জ্ঞাপন করেছে।
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে এ উদ্যোগের সূচনা করে। পরে মিয়ানমার, নেপাল ও ভুটান বিমসটেকে যোগ দেয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে উপকূলীয় নৌযান চলাচল চুক্তি হলে বাংলাদেশকে আর পণ্য আমদানি-রপ্তানিতে শ্রীলঙ্কা বা সিঙ্গাপুরের বন্দরকে হাব হিসেবে ব্যবহার করতে হবে না। ফলে পণ্য পরিবহনের সময় ও খরচ- দুটোই কমে আসবে।