Studypress News

কাতারের পর ওমান থেকেও আসছে এলএনজি, চুক্তি সই

08 May 2018

কাতারের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনতে জি-টু-জি চুক্তি করেছে সরকার।
৭ই মে ২০১৮ পেট্রোবাংলার সম্মেলন কক্ষে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট কোম্পানির মধ্যে ১০ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়। পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের অ্যাটর্নি মাহির আল জাদজালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।   
দেশে বর্তমানে প্রতিদিন ৩৬শ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে সর্বোচ্চ ২৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। ঘাটতি মেটাতে বিদেশ থেকে এলএনজি আমদানির পথ বেছে নিয়েছে সরকার। চুক্তি অনুযায়ী ওমান থেকে বছরে এক মিলিয়ন টন এলএনজি আনা হবে। এক্সিলারেট এনার্জি বাংলাদেশের ভাসমান টর্মিনাল চালু হওয়ার পর বছরে ৫ লাখ টন এবং সামিট এলএনজি টার্মিনাল চালু হওয়ার পর বছরে আরও ৫ লাখ টন করে এলএনজি আমদানি করা হবে।
এর আগে কাতারের প্রতিষ্ঠান রেসগ্যাস এর কাছ থেকে এলএনজি আমদানি করতে ১৫ বছর মেয়াদী চুক্তি করেছে সরকার। চুক্তি অনুযায়ী প্রতি বছর নূন্যতম ১.৮ মিলিয়ন থেকে ২.৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহ করবে রেসগ্যাস।
এর আগে এপ্রিলে কাতার থেকে এলএনজি নিয়ে প্রথম জাহাজ মহেশখালী উপকূলবর্তী এলাকায় এসে পৌঁছে।