Studypress News

ম্যানিলায় এডিবির পরিচালনা পর্ষদের চার দিনব্যাপী ৫১তম বার্ষিক সভা অনুষ্ঠিত

04 May 2018

ফিলিপাইনের রাজধানী  ম্যানিলাতে একই সময়ে ৩রা মে থেকে ৬ই মে অনুষ্ঠিত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের ৫১তম বার্ষিক সভা।  একই সময়ে  ৪ই মে ম্যানিলাতে অনুষ্ঠিত হলো  ১২তম সার্কভুক্ত দেশের অর্থমন্ত্রীদের বৈঠক।  দুটি সভাতেই অংশ নিয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবিতে বাংলাদেশ ১৯৭৩ সালে যোগ দেয় এবং সংস্থার প্রথম সদস্য দেশ হিসেবে ১৯৮২ সালে এখানে মাঠপর্যায়ে কার্যালয় স্থাপন করা হয়।

ব্যাংকটি এখন পর্যন্ত বাংলাদেশের জন্য দুই হাজার কোটি মার্কিন ডলারের অধিক ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা অনুমোদন দিয়েছে। আর অ-সার্বভৌম ঋণ, ইকুইটি বিনিয়োগ এবং জামানত হিসেবে মোট অনুমোদন করেছে ৯৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

সম্মেলনে যোগ দিয়েছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যম ও তরুণ নেতারা।

এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে প্রায় চার হাজারের অধিক অংশগ্রহণকারী সম্মেলনে যোগ দেন বলে এডিবির এক কর্মকর্তা বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

এই বার্ষিক সম্মেলনের আয়োজন করায় এডিবি প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও ফিলিপাইন সরকার এবং অর্থমন্ত্রী ও পরিচালনা পর্ষদের সভাপতির প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

গত বছর ব্যাংকের বার্ষিক সম্মেলন হয় জাপানের ইয়োকোহামায়। মোট ১৬ বার ম্যানিলায় এ সম্মেলন হয়েছে। সেখানে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে।

এডিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে সর্বশেষ গৃহীত কৌশল ২০৩০’র খসড়াটি এবছর চূড়ান্ত করার লক্ষ্যে পরিচালনা পর্ষদের সভায় আলোচনা হয়েছে।