Studypress News
সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো আসিয়ানের ৩২তম সম্মেলন
25 Apr 2018
২৫ই এপ্রিল সিঙ্গাপুরে আসিয়ানের ৩২তম সম্মেলন শুরু হল। উদ্বোধনী বক্তব্যে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন বাণিজ্য যুদ্ধ এবং নিরাপত্তা হুমকির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আসিয়ানভুক্ত দেশগুলোর সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি মুক্ত বাণিজ্যের ওপর জোর দেন তিনি। এছাড়াও জঙ্গিবাদ ও সাইবার হামলা রুখে দেয়ার বিষয়েও গুরুত্ব দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
এ সম্মেলনে মিয়ানমার সংকট এবং বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বিষয়েও আলোচনা হয়েছে। জোটের সবচেয়ে ছোট রাষ্ট্র হলেও সবচেয়ে ধনী সিঙ্গাপুর।
এছাড়াও এ জোটের সদস্য দেশগুলোর মধ্যে আছে মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্রুনেই এবং ভিয়েতনাম। সম্মেলনটি শেষ হয়েছে ২৮ই এপ্রিল।