Studypress News
৩৫ বছর পর সৌদি আরবে প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শন
18 Apr 2018
সৌদি আরবের রাজধানী,রিয়াদসহ বিভিন্ন শহরে ৩৫ বছরের অধিক সময় পরে ১৮ই এপ্রিল, সিনেমা হলগুলিতে প্রদর্শিত হলো ছায়াছবি I বিশ্বের সর্ববৃহৎ সিনেমা চেইন, এএমসি এন্টারটেইমেন্টকে ১৫টি শহরে আগামী ৫ বছরের জন্য ৪০টি সিনেমা হলে ছায়াছবি প্রদর্শনের জন্য লাইসেন্স দেয়া হয়েছে I
সৌদি আরবের ক্ষমতাসীন বাদশাহ পরিবার কট্টরপন্থী ওয়াহাবী মতবাদ প্রতিষ্ঠা করেছিল। যে মতবাদে নারী-পুরুষের পোশাকসহ অনেক আচার কঠোরভাবে পালন করতে হয়।
এখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন।তিনি ভিশন-২০৩০ ঘোষণা করেছেন।
তিনি সৌদি আরবকে রক্ষণশীল সমাজ থেকে বের করে আনতে চাইছেন বলে বলা হচ্ছে।
সৌদি আরবের জনগণ অবশ্য সিনেমা হলে প্রদর্শন নিষিদ্ধ থাকলেও, ঘরে বসে হলিউড আর বলিউডের ছায়াছবি উপভোগ করে থাকেন।
১৮ই এপ্রিল প্রদর্শিত হয়েছে ব্ল্যাক প্যান্থার সিনেমাটি।