Studypress News
বাংলাদেশ থেকে আবারো জনশক্তি নেবে আরব আমিরাত
18 Apr 2018
পাঁচ বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে কর্মী নিয়োগ শুরু হতে যাচ্ছে।
২০১৭ সালে আরব আমিরাতের আইনে পরিবর্তন আনা হয়েছে যার প্রেক্ষিতে ১৯টি ক্যাটাগরিতে কর্মী নেয়া হবে সেখানে। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই করা হয়।
২০১২ সালের আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের কাজ করার জন্য ভিসা দেয়া বন্ধ ছিল৷ কিন্তু এবার সমঝোতা স্মারকে স্বাক্ষরের ফলে সেখানে বাংলাদেশিদের ভিসা সংকট নিরসনের ক্ষেত্রে একটি ইতিবাচক অধ্যায়ের সূচনা হলো৷
আরব আমিরাতের ফেডারেল সরকারের মন্ত্রী নাসের বিন থানি জুমা আল-হামলি জানান, দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র বিশেষ করে আরব আমিরাতে দক্ষ জনশক্তি আমদানির ক্ষেত্রে দু'দেশের মধ্যে সন্তোষজনক বোঝাপাড়া রয়েছে৷
এ জনশক্তি আমদানি দুই দেশের আইন ও নীতিমালার ভিত্তিতেই বাস্তবায়িত হবে বলে উল্লেখ করেন তিনি৷ এতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের নিয়ম-নীতি নির্ধারণ করা হয়েছে৷ দেশটিতে গৃহকর্মী নিয়োগের কাজ করবে সরকার অনুমোদিত তদবীর সার্ভিস সেন্টার৷ বাংলাদেশেরও শুধু নিবন্ধিত ও সনদধারী বেসরকারি রিক্রুটমেন্ট এজেন্সিগুলো সেখানে কাজ করতে ইচ্ছুকদের তালিকা পাঠাতে পারবে৷