Studypress News
রাশিয়া ও মিশরের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু
11 Apr 2018
দুই বছর বিরতির পর রাশিয়া ও মিশরের মধ্যে বুধবার পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। সিনাই উপত্যকায় ২০১৫ সালে রাশিয়ার একটি ভাড়াটে বিমানকে বোমা মেরে ভূপাতিত করার পর দেশ দুটি’র মধ্যে সরাসরি বিমান চলাচল স্থগিত ছিল।
ওই হামলার পর প্রায় দুই বছরের বেশি সময় ধরে মস্কোর কর্মকর্তারা নিরাপত্তাজনিত কারণে মিশরের সঙ্গে সরাসরি বিমান চলাচল স্থগিত রাখে। এটি ছিল মিশরের অর্থনীতির ওপর একটি বড় ধরনের ধাক্কা। কারণ মিশর পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল এবং দেশটির পর্যটনকেন্দ্রগুলো রুশ নাগরিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
বিকেলে একটি এরোফ্লোট বিমান মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে কায়রোর উদ্দেশে রওয়ানা দেয়। বৃহস্পতিবার ইজিপ্টিয়ার দুই রাজধানীর মধ্যে পুনরায় তাদের ফ্লাইট চালু করে। সপ্তাহে বিমান কোম্পানি দুটি মস্কো ও কায়রোর মধ্যে পাঁচটি ফিরতি ফ্লাইট পরিচালনা করবে।