Studypress News

মেক্সিকো সীমান্তে মার্কিন সেনা মোতায়েন

06 Apr 2018

অবৈধ অভিবাসন ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ না হওয়া পর্যন্ত চার হাজার সেনা মোতায়েনের কথা রয়েছে। মার্কিন ন্যাশনাল গার্ডের মুখপাত্র জানান, মেক্সিকোর সাথে টেক্সাস সীমান্তে আগামি ৩ দিন পাহারা দিতে আড়াইশ সদস্য পাঠানো হয়েছে। আগামি সপ্তাহে, দেড়শ সেনা সীমান্তে পাঠানোর কথা জানিয়েছে অ্যারিজোনা। একই ধরণের পদক্ষেপ নিতে নিউ মেক্সিকো ও ক্যালিফোর্নিয়াকেও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সীমান্তে তার প্রস্তাবিত দেয়াল নির্মিত না হওয়া পর্যন্ত মেক্সিকো লাগোয়া অঞ্চলগুলোয় ন্যাশনাল গার্ডের চার হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে।
নিউ মেক্সিকো ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকেও টেক্সাস এবং অ্যারিজোনার মতো পদক্ষেপ নিতে বলা হয়েছে।
অভিবাসন বিরোধী কঠোর নীতিমালার অংশ হিসেবে ‘ধরা ও ছেড়ে’ দেয়ার যে রীতি রয়েছে সেটি বন্ধে শুক্রবার তার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প চান যে, অবৈধ অভিবাসীদের ধরার পর ছেড়ে দেয়ার পরিবর্তে নিজ দেশ ফেরত পাঠানোর আগে তাদের যাতে আটকে রাখা হয়।
এজন্য এ বিষয়ে সাহায্য করতে পারে এমন সেনা ও অন্যান্য বাহিনীর বিস্তারিত তালিকা তৈরি করতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।