Studypress News

হংকংকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

01 Apr 2018

স্বাগতিক হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে চারজাতি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব–১৫ দল।

প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোল বিধ্বস্ত করার পর ইরানকেও ৮-১ গোল হারিয়ে শিরোপার পথেই ছিল বাংলাদেশ। ফাইনালে হংকংও বাংলাদেশের সামনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।

ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিল তহুরা। ফাইনালেও হ্যাটট্রিক তার। একটি করে গোল সাজেদা, শামসুন্নাহার ও আনুচিং মোগিনির। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৩-০ গোলে।

এই টুর্নামেন্টে যে চার দেশ অংশ নিয়েছিল, তাদের মধ্যে নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ের বাংলাদেশের স্থান সবার পরে। মালয়েশিয়া ছিল ২২ ধাপ এগিয়ে। ইরান ৪৪ ধাপ। ৩১ ধাপ এগিয়ে ছিল হংকং। 

গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশের মেয়েরা এর আগে এএফসি আঞ্চলিক টুর্নামেন্টে দুবার শিরোপা জিতেছে - ২০১৫ সালে নেপাল থেকে আর ২০১৬-তে তাজিকিস্তান থেকে।