Studypress News

ওয়াশিংটনে ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা

28 Mar 2018

ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার এ বছরের  ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা করেছেন, যা বাংলাদেশের জন্য একটি বড় সম্মান এবং স্বীকৃতি।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে  বুধবার  (২৮ মার্চ) ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়রের এই  ঘোষণা পাঠ করে শোনানো হয়।

ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে ২০১৮ সালের ২৬ মার্চ  দিনটিকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা করেন।

ওই ঘোষণায় বলা হয়, এই দিনে বাংলাদেশের জনগণ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বকে,এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বকে স্মরণ করে, যাদের কারণে দেশটি স্বাধীন হয়েছে।

বাংলাদেশকে গণতন্ত্র, পরমতসহিষ্ণুতা, বহু মত ও পথের মিলনকেন্দ্র এবং মধ্যপন্থী দেশ হিসেবে অভিহিত করে মেয়র বলেন, ‘দেশটি সারাবিশ্বের জন্য একটি উদাহরণ। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ।’