Studypress News
পেরুর নতুন প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা
24 Mar 2018
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির কানাডায় নিযুক্ত রাষ্ট্রদূত মার্টিন ভিজকারা। শুক্রবার ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিকে যেকোনও মূল্যে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ৫৫ বছর বয়সী ভিজকারা। পেরুর নতুন এই রাষ্ট্রপতি নিশ্চিত অভিশংসনের মুখে থেকে পদত্যাগ করা কুকজিন্সকির বিষয়ে সমালোচনা থামাতেও আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্যদের প্রতি।
পদত্যাগে বাধ্য হওয়া প্রেসিডেন্ট পেদরো পাবলো কুকজিন্সকি তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি বিরোধী দলের অপপ্রচারের শিকার। তবে বিরোধীদের নেত্রী কিইকো ফুজিমোরি প্রেসিডেন্ট হওয়ার ভিজকারাকে শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট হিসেবে তার সফলতা কামনা করেছেন।
ভিজকারা আগে পেরুর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু কুকজিন্সকির বিরুদ্ধে ক্রমেই দুর্নীতির অভিযোগ বাড়তে থাকলে ভিজকারা ক্ষমতাকেন্দ্র থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে তিনি কানাডায় পেরুর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।