Studypress News
আবেল পুরস্কার ২০১৮ জিতলেন কানাডিয়ান গণিতবিদ
21 Mar 2018
কানাডিয়ান গণিতবিদ রবার্ট ফেলান ল্যাঙল্যান্ডস (Robert Phelan Langlands) জিতে নিলেন ২০১৮র আবেল পুরস্কার— গণিতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস গত ২০শে মার্চ তার নাম ঘোষণা করে বীজগণিত, সংখ্যাতত্ত্ব ও বিশ্লেষণ এর মধ্যকার চমকপ্রদ ও সুদূরপ্রসারী যোগসূত্র আবিষ্কার করার জন্য।
আবেল পুরস্কার কি?
আবেল পুরস্কারের উত্থান নোবেল পুরস্কারের অনুকরণেই। গণিত এত গুরুত্বপূর্ণ শাখা অথচ নোবেলে গণিতের জন্য কোনো জায়গা নেই সেই অভাব পূরণেই ২০০৩ সাল থেকে প্রতি বছর ঘোষণা করা হচ্ছে। এর অর্থমূল্য ৬ মিলিয়ন ক্রোনার (ডলারে ৭৭৭,০০০ বা সাড়ে ৬ কোটি টাকা)।