Studypress News

বৈশ্বিক উদ্যোক্তা সূচকে বাংলাদেশের অবস্থান ১২৫তম।

23 Nov 2015

সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান "গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট" (জিইডিআই) যে বৈশ্বিক উদ্যোক্তা সূচক-২০১৬ প্রকাশ করেছে তাতে তলানিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ।

বিশ্বের ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। ১ নম্বর অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। এই সূচকে বাংলাদেশ ১০০ নম্বরের মধ্যে পেয়েছে ১৫ দশমিক ২। তবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশের মধ্যে বাংলাদেশ সর্বশেষ অবস্থানে রয়েছে।

আরও হতাশাজনক হলো উদ্যোক্তা সূচকে বাংলাদেশ আছে উগান্ডা (১২৩তম), বেনিন (১২৪তম), বুরকিনা ফসো (১২৬তম), মাদাগাস্কার (১২৭তম), সিয়েরা লিয়ন (১২৮তম), মৌরিতানিয়া (১২৯তম), মালাউই (১৩০তম), বুরুন্দি (১৩১তম) এবং চাঁদের (১৩২তম) মতো দেশের সঙ্গে একই কাতারে।

প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৯৮তম এবং পাকিস্তান আছে ১০৯-এ। প্রতিবেদনে বাংলাদেশকে নিয়ে আলাদা থাকলেও কেন এ দেশ এতটা পিছিয়ে সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে প্রতিবেদনের কয়েক জায়গায় বাংলাদেশের প্রসঙ্গ এসেছে। তাতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মতো কয়েকটি দেশে উদ্যোক্তারা উঠতে পারেন না আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্যে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী নয় বলেই উদ্যোক্তাও গড়ে উঠছে না।

উদ্যোক্তা সূচকটি তৈরির সময় সাম্প্রতিক কয়েকটি বৈশ্বিক প্রতিবেদনও বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে ডুইং বিজনেস প্রতিবেদন ২০১৪, যেখানে বাংলাদেশ ১৮৯টি দেশের মধ্যে ছিল ১৭৩তম; বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন ২০১৪-১৫, যেখানে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৯-এ; আর অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০১৪, যেখানে ১৭৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩১।

প্রতিবেদনে বাংলাদেশ, লাওস ও কম্বোডিয়াকে দুর্বল দেশ উল্লেখ করে এসব দেশে মানবসম্পদ উন্নয়ন ও ভৌত অবকাঠামো জোরদারে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে নতুন উদ্যোক্তা আরও বেরিয়ে আসবে।

উন্নত দেশগুলোই উদ্যোক্তা সূচকে এগিয়ে আছে। ১ নম্বর অবস্থানে আছে যুক্তরাষ্ট্র এরপরে আছে পর্যায়ক্রমে কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, তাইওয়ান, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্স।