Studypress News
পেরুর প্রেসিডেন্টের পদত্যাগ
22 Mar 2018
পেরুর প্রেসিডেন্ট পেদরো পাবলো কুসিনিস্কি পদত্যাগ করেছেন। ভোট নিয়ে কারচুপির অভিযোগ ওঠার পর তিনি পদ ছেড়ে দেন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, এই অভিযোগ অস্বীকার করেছেন পেদরো পাবলো কুসিনিস্কি। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি বলেছেন, দেশের উন্নয়নের পথে বাধা হতে চান না।
পরে কংগ্রেসে দলের নেতারা প্রেসিডেন্টের পদত্যাগপত্র গ্রহণ করতে একমত হন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি অভিশংসন ভোটের মুখোমুখি হন।
২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন পাবলো কুসিনিস্কি।