Studypress News
চীনে বাংলাদেশের দ্বিতীয় হার
23 Nov 2015
চীনের দল লিজিয়ানের কাছে মামুনুলদের হারটি ২-১ গোলে।
প্রথমার্ধের শেষ দিকে শি ইয়োনির গোলে এগিয়ে যায় লিজিয়ান। ৫৫তম মিনিটে মোনায়েম খান রাজু লাল কার্ড পেলে দশজনের দলে নেমে যায় বাংলাদেশ।
শক্তি কমে গেলেও ৮৩তম মিনিটে আমিনুর রহমান সজীবের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। তবে এক মিনিট পর লি ইংজিয়ান বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করলে ২-১ গোলে এগিয়ে যান লিজিয়ান।
আগামী মঙ্গলবার চীনের দল হেবেইয়ের বিপক্ষে গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে ফাবিও লোপেজের দল।