Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০১৮
05 Mar 2018
গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ৯২তম
আগের বছর ২০১৬ সালে বাংলাদেশ ছিল ৮৪তম অবস্থানে। অর্থাৎ এক বছরে সূচকে আট ধাপ নেমে গেছে বাংলাদেশ। গত এক দশকের মধ্যে এই সূচকে এটাই বাংলাদেশের সর্বনিম্ন অবস্থান।
প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেন নিযুক্ত
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
যুব বিশ্বকাপ ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন
নিউজিল্যান্ডের বে ওভালে যুব বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ৪র্থ বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
সুইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর
কোনো সুইস প্রেসিডেন্টের ১৯৭২ সালের ১৩ মার্চের পরে এটিই প্রথম বাংলাদেশ সফর।
প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টের দুই ইনিংসে শতরান করলেন মমিনুল হক
প্রথম ইনিংসে তাঁর সংগ্রহ ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ১০৫।
দেশের ৩১তম সেনানিবাস ‘শেখ হাসিনা সেনানিবাস’ উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ই ফেব্রুয়ারি ২০১৮ পটুয়াখালীর লেবুখালিতে দেশের ৩১তম ‘শেখ হাসিনা সেনানিবাস’ উদ্বোধন করেছেন।
একুশে পদক পেলেন একুশ জন
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর ২১ জনকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
খ্যাতনামা মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর এর প্রয়াণ
পাকিস্তানের খ্যাতনামা আইনজীবী ও মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর (৬৬) মারা গেছেন। ১১ই ফেব্রুয়ারি রোববার পাকিস্তানের লাহারে তাঁর মৃত্যু হয়।
পাকিস্তানের প্রথম হিন্দু নারী সাংসদ হবেন কৃষ্ণা কুমারী
৩৮ বছর বয়সী কৃষ্ণা কুমারী হতে যাচ্ছেন পাকিস্তানের ইতিহাসে প্রথম হিন্দু নারী সাংসদ। উচ্চকক্ষ সিনেট নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির মনোনয়ন পেয়েছেন কৃষ্ণা।
নেপালের প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা
শপথ নেওয়ার পর সিপিএন-ইউএমএলের সমন্বয়ে তিন সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পদত্যাগের পর ক্ষমতায় বসলেন শর্মা।
ইফাদ এর ৪১তম সম্মেলন অনুষ্ঠিত
গত ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল International Fund for Agricultural Development (ইফাদ) এর ৪১তম নির্বাহী পরিষদের সম্মেলনে সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনের প্রধান বক্তাও ছিলেন তিনি।
শেখ হাসিনার রোম সফর
ইফাদ পরিচালনা পর্ষদের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফাদের প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলের সঙ্গে বৈঠক করেন।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড টেকসই ডেভেলপমেন্ট সামিট ২০১৮
ভারতের নয়াদিল্লিতে ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড টেকসই ডেভেলপমেন্ট সামিট ২০১৮। ২০১৮ সালের আয়োজনে 'Partnerships for a Resilient Planet' থিমটির ওপর আলোকপাত করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার জ্যাকব জুমার পদত্যাগ, নতুন প্রেসিডেন্ট রামাফোসা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদ থেকে জ্যাকব জুমার পদত্যাগের পর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা।
কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাজ্য
আকাশপথে বাংলাদেশ থেকে কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপের দুই বছরের মাথায় তা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ১৮ই ফেব্রুয়ারী ২০১৮ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠিত
৫৪তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি -২০১৮) জার্মানির মিউনিখ শহরে ১৬-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু
স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ‘কমিটমেন্ট টু দ্যা নাম্বার অব দ্যা সিভিল মেরিট অর্ডার’ পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) এ বাংলাদেশের অবস্থান ১৪৩তম
২০১৭ সালের সিপিআই অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে ভুটান, যার স্কোর ৬৭ এবং উপর দিক থেকে অবস্থান ২৬। এর পরের অবস্থানে রয়েছে ভারত, যার স্কোর ৪০ এবং অবস্থান ৮১।
সৌদিতে প্রথম নারী উপমন্ত্রী
নতুন নিয়োগ পাওয়া উপমন্ত্রীদের মধ্যে একমাত্র নারী তামাদির বিনতে ইউসেফ আল-রাম্মাহ। রক্ষণশীল সৌদি আরবের ইতিহাসে কোনো নারীর এমন পদে আসীন হওয়া বিরল ঘটনা।
ইন্টারনেট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ৬২তম
সূচকটিতে সুইডেনের অবস্থান শীর্ষে রয়েছে, এরপর সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই বছরের সূচক বিশ্বের জনসংখ্যার ৯১% এবং ৮৬টি দেশের তথ্য নিয়ে করা হয়েছে।