Studypress News
অস্কার জিতল দ্য শেপ অব ওয়াটার
05 Mar 2018
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর অনুষ্ঠিত হয়। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করেছেন জিমি কিমেল। এবার অস্কারে ১৩টি বিভাগে মনোনয়ন পাওয়া ‘দ্য শেপ অব ওয়াটার’ জিতে নিয়েছে সেরা ছবির পুরস্কার। এছাড়াও জিতেছে সেরা পরিচালক, অরিজিন্যাল স্কোর ও প্রোডাকশন ডিজাইন বিভাগে ।
এর আগে বাফটা, গোল্ডেন গ্লোবসহ আরও কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারের আসরে সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড। এবার অস্কারেও সেরা অভিনেত্রী হলেন তিনি। ছবির নাম ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’।
ডার্কেস্ট আওয়ার এ উন্স্টিন চার্চিল চরিত্রে অভিনয় করা গ্যারি ওল্ডম্যান পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার।
সেরা ছবি: দ্য শেপ অব ওয়াটার
সেরা পরিচালক: গিয়েরমো দেল তোরো
সেরা অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড