Studypress News
ইন্টারনেট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ৬২তম
01 Mar 2018
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) কর্তৃক পরিচালিত এবং ফেসবুক কর্তৃক চালু করা সর্বশেষ Inclusive Internet Index (III-2018) রিপোর্টে বাংলাদেশ ৮৬টি দেশের মধ্যে ৬২তম স্থান পেয়েছে। পাশ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৪৭তম।
নিম্ন-মধ্যবিত্ত ২৩ টি দেশের দেশের অবস্থান ১৬তম।
সূচকটিতে সুইডেনের অবস্থান শীর্ষে রয়েছে, এরপর সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই বছরের সূচক বিশ্বের জনসংখ্যার ৯১% এবং ৮৬টি দেশের তথ্য নিয়ে করা হয়েছে। ২০১৭ সালের জরিপটি ছিল ৭৫টি দেশের উপর।
রিপোর্টে বাংলাদেশের ইন্টারনেট নীতি, নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতার প্রশংসা করে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রস্তুতিতে এশিয়ার ২৩টি দেশের মধ্যে ১৫তম অবস্থানে দেখানো হয়েছে।
সূচকটি চারটি বিভাগের মধ্যে একটি দেশের ইন্টারনেট অন্তর্ভুক্তি নির্ণয় করেছে: প্রাপ্যতা, সামর্থ্য, প্রাসঙ্গিকতা এবং প্রস্তুতি। নিচে চারটি বিষয়ে বাংলাদেশের অবস্থান দেখানো হলো:
প্রাপ্যতা ৬৩তম
সামর্থ্য ৫৭তম
প্রাসঙ্গিকতা ৬৭তম
প্রস্তুতি ৪৭তম