Studypress News
UNHCR পেল এবারের ইন্দিরা গান্ধী পুরষ্কার
23 Nov 2015
ইন্দিরা গান্ধী পুরস্কার ২০১৫ এর জন্য UNHCR কে বেছে নেয়া হয়। এর কারণ হিসেবে দেখা হয়েছেঃ
> অসংখ্য উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যাবস্থা করে দেওয়াতে।
> উদ্বাস্তুদের সংখ্যার ক্রম বৃদ্ধির হারকে কমিয়ে আনতে হাজার প্রতিকূলতার মাঝে UNHCR এর অক্লান্ত পরিশ্রম।
UNHCR কে এবারের পুরষ্কারের জন্য মনোনীত করে আন্তর্জাতিক নির্নায়ক সভা, যার প্রধান ছিলেন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি।
পুরষ্কারটি ঘোষণা করা হয় ভারতের প্রথম মহিলা প্রধান মন্ত্রি ইন্দিরা গান্ধীর ৯৮ তম জন্ম বার্ষিকীতে।