Studypress News
সুইস প্রেসিডেন্ট বাংলাদেশে
06 Feb 2018
সুইস এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে রোববার চার দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছান সুইস প্রেসিডেন্ট অ্যালান বারসেট। প্রতিবেশী মিয়ানমারের সৃষ্ট সংকটের মাধ্যমে গুরুতর ক্ষতিগ্রস্ত বাংলাদেশের প্রতি সংহতি জানাতে তিনি এই সফরে এসেছেন। রাষ্ট্রপতি এম আবদুল হামিদ এবং সিনিয়র মন্ত্রীবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান।
এই সফরে সুইস প্রেসিডেন্ট কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন, এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।
সোমবার তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা আর্ট সামিটও দেখতে যান সুইস প্রেসিডেন্ট। সুইস আর্টস কাউন্সিল প্রো হেলভেশিয়া আর্ট সামিটের আয়োজনে যুক্ত রয়েছে।
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে ২০১৭ সালে। ১৯৭২ সালের ১৩ মার্চ সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কোনো সুইস প্রেসিডেন্টের ১৯৭২ সালের ১৩ মার্চের পরে এটিই প্রথম বাংলাদেশ সফর।