Studypress News
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ
23 Nov 2015
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়েছেন।
সোমবার ২৩/১১/১৫ বেলা সোয়া ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক এ ঘোষণা দেন।
গত ১১ নভেম্বর এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগসহ তিনটি রাজনৈতিক দলের এবং দুজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাইয়ের সময় বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় রিটার্নিং কর্মকর্তা জাতীয় পার্টির (এরশাদ) সৈয়দ নুরুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ আশরাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশিদ ও সুহেল আহমদের মনোনয়নপত্র বাতিল করেন। ফলে উপনির্বাচনে একক বৈধ প্রার্থী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা সায়রা মহসিন। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলীর মৃত্যু হয়। ফলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন আগামী ৮ ডিসেম্বর এ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছিল।