Studypress News
Bangladesh Bank Cash Officer Viva Schedule
31 Jan 2018
উপর্য্ক্তু পদে নিয়োগের নিমিত্তে গত ০৩/০৯/২০১৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নং-৩১/২০১৫) এর আলোকে ০৮/০৪/২০১৬ তারিখে অনুষ্ঠিত MCQ Test ও ২৪/০২/২০১৭ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও কাগজপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য বিবেচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুসারে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে (মূল ভবনের চতুর্থ তলায়) অনুষ্ঠিত হবে-
এতদুদ্দেশ্যে নি¤œবর্ণিত নির্দেশসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণকরতঃ প্রার্থীদেরকে নি¤েœাক্ত কাগজপত্রাদির মূলকপিসহ যথাসময়ে ইন্টারভিউ
বোর্ডে উপস্থিত থাকার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে
ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট;
খ) A level এবং O level পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান
সার্টিফিকেট(শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ);
গ) বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হলে দেশী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/উপযুক্ত কর্তৃপক্ষ হতে ইস্যুকৃত সমমান
সার্টিফিকেট (শ্রেণি/ বিভাগ/ জিপিএ/ সিজিপিএ উল্লেখসহ);
ঘ) অনার্স পরীক্ষা পাশের সনদপত্র মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এ ৩০/০৯/২০১৫ তারিখ বা এর পূর্বে চূড়ান্ত পরীক্ষা পাশের সমর্থনে কোন তারিখ
উল্লেখ না থাকলে ফল প্রকাশের তারিখ উল্লেখসহ পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার এর কার্যালয় থেকে ইস্যুকৃত সনদপত্র ;
ঙ) লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র;
চ) স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক
প্রদত্ত সার্টিফিকেট (বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা হতে সংগৃহীত জাতীয়তা সনদ);
ছ) মুক্তিযোদ্ধার সন্তান হলে পিতা/মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে
হবে;
জ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরী প্রার্থী হলে পিতার পিতা/পিতার মাতা/মাতার পিতা/ মাতার মাতা
(প্রযোজ্য ক্ষেত্রে) এর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে;
ঝ) মুক্তিযোদ্ধা সনদে বর্ণিত মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার জন্ম তারিখ, সনদ নম্বর, মুক্তিবার্তা নম্বর, গেজেট নম্বর ও তারিখ সম্বলিত সংশ্লিষ্ট
সকল কাগজপত্র/প্রত্যায়নপত্র;
ঞ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার
পুত্র-কন্যা এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত
সার্টিফিকেট;
ট) মুক্তিযোদ্ধার ওয়ারিশ হিসেবে প্রদত্ত ওয়ারিশ সনদ। মুক্তিযোদ্ধা জীবিত থাকলে ওয়ারিশপত্রে তার প্রতিস্বাক্ষর থাকতে হবে এবং মুক্তিযোদ্ধা
জীবিত না থাকলে ওয়ারিশপত্রে কমপক্ষে ০১জন ওয়ারিশের প্রতিস্বাক্ষর থাকতে হবে ;
ঠ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ(প্রযোজ্য ক্ষেত্রে);
ড) শারীরিক প্রতিবন্ধীতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
ঢ) ইতোপূর্বে দাখিলকৃত কাগজপত্রের সাথে সংযোজিত অন্যান্য সনদের মূলকপি এবং পরবর্তী সময়ে যাচিত দলিলাদি অবশ্যই সঙ্গে আনতে
হবে;
ণ) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ঞঅ/উঅ প্রদান করা হবে না।
০৩। মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১(এক) ঘন্টা ৩০(ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোন
কারণই কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হবে না।
০৪। কোনো ক্ষেত্রে যাচিত কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোনো সময় প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি/অসত্য তথ্য
প্রদান/ কোনো জাল সনদ দাখিল/ অসদুপায় অবলম্বন/ প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (ঝঁনংঃধহঃরাব) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা
প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে।
মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ০১/০২/২০১৮ তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট
erecruitment.bb.org.bd হতে ডাউনলোড করার জন্য প্রার্থীদের পরামর্শ দেয়া যাচ্ছে।