Studypress News

গ্লোবাল প্রতিভা প্রতিযোগিতা সূচক (জিটিসিআই) এ বাংলাদেশের অবস্থান ১১৪তম

28 Jan 2018

২০১৮ সালের গ্লোবাল প্রতিভা প্রতিযোগিতা সূচক (জিটিসিআই) এর রিপোর্টে বাংলাদেশের অবস্থান ১১৪তম। পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৮১তম। মোট ১১৯টি দেশকে নিয়ে করা এই রিপোর্টে বাংলাদেশের নিচে অবস্থান পেয়েছে জিম্বাবুয়ে, নেপাল, মোজাম্বিক, মাদাগাস্কার এবং ইয়েমেন।     
তালিকার শীর্ষে আছে গতবারের মতন সুইজারল্যান্ড।  
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম এর সহযোগিতায় ইয়েল ইউনিভার্সিটি এবং ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি এই রিপোর্টটি তৈরী করেছে।   

জিটিসিআই ২০১৮: শীর্ষ ১০টি দেশ (ব্র্যাকেটে ২০১৭ এর অবস্থান)
1. সুইজারল্যান্ড (1)
2. সিঙ্গাপুর (2)
3. মার্কিন যুক্তরাষ্ট্র (4)
4. নরওয়ে (10)
5. সুইডেন (5)
6. ফিনল্যান্ড (9)
7. ডেনমার্ক (8)
8. যুক্তরাজ্য (3)
9. নেদারল্যান্ডস (11)
10. লাক্সেমবার্গ (7)