Studypress News
মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স সাড়ে বার বছর
17 Jan 2018

মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স ছয় মাস কমিয়ে সাড়ে বার বছর পুনঃনির্ধারণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্র অনুযায়ী, ১৯৭১ সালের ৩০শে নভেম্বর ১২ বছর ৬ মাস হলে তিনি মুক্তিযোদ্ধা বলে বিবেচিত হবেন। এর আগে গত বছরের ১৯শে জুন জারিকৃত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা বিবেচনার ন্যূনতম বয়স ১৩ বছর ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯শে অক্টোবর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার বয়স ১৩ বছর থেকে কমিয়ে সাড়ে ১২ বছর করার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সম্মানী ভাতা ও সুযোগ-সুবিধার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয় জামুকা।
সিদ্ধান্ত হলেও বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন জামুকা’র চেয়ারম্যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এরপর প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়ে সম্মতি নেয়া হয়। এর আগে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার বয়স ছিল ১৫ বছর। ২০১৫ সালের ৩১শে মে অনুষ্ঠিত জামুকা’র ৩০তম বৈঠকে মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স ১৩ বছর করার সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরের ৮ই নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এটাই আবার সংশোধন করে ছয় মাস কমানো হয়েছে।
Important News

Highlight of the week
