Studypress News
ফ্রান্সে প্রথম বাংলাদেশী কাউন্সিলর শারমিন হক
23 Jan 2018
যুক্তরাজ্য এবং ইউরোপের পর এবার ফ্রান্সের স্থানীয় মিউনিসিপালের কাউন্সিলর নির্বাচিত হন শারমিন আব্দুল্লাহ হক । তিনি ফ্রান্সের সোশালিস্ট দল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন । কয়েক বছর আগে মেধা ও যোগ্যতা দিয়ে ফ্রান্সের সোশালিস্ট দলে জায়গা করেন তিনি ।
২০১৪ সালের ২৩ মার্চ প্রথম দফা ও ৩০ মার্চ দ্বিতীয় দফায় কাউন্সিলর নির্বাচন হয় । নির্বাচনে তার দল সোশালিস্ট পার্টি অংশগ্রহণ করে এবং ষাট শতাংশ ভোট তাদের পক্ষে যায় । মেয়র মিশেল ফরকেদ-এর প্যানেলে ২৭ জন কাউন্সিলর নির্বাচিত হন । পরবর্তীতে সেই ২৭ জনথেকে একজনের মৃত্যু হলে 'শুন্য পদে' নির্বাচিত হন বাংলাদেশি শারমিন হক । তিনি আরও প্রায় তিন বছর কাউন্সিলর হিসাবে কাজ করবেন।
শারমিনের বাবা আব্দুল্লাহ আল বাকী বাংলাদেশী রাজনৈতিক দলের সাথে যুক্ত, বর্তমানে তিনি ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন ।