Studypress News

হারিকেন ফ্রিডেরিকে বিপর্যস্ত জার্মানি, হল্যান্ড ও ফ্রান্স

18 Jan 2018

মধ্য ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়া হারিকেন ফ্রিডেরিকের আঘাতে জার্মানি, হল্যান্ড ও ফ্রান্সের বেশ কিছু এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ঝড়ের কবলে জার্মানিতে ছয়জন ও হল্যান্ডে দুজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে বেশ কিছু মানুষ।

স্থানীয় সময় ১৮ই জানুয়ারি বৃহস্পতিবার পশ্চিম দিক থেকে থেকে আঘাত হানে হারিকেন ফ্রিডেরিক। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝোড়ো বাতাস ও বৃষ্টি হয়। জার্মানিতে বিমান, রেল ও সড়কপথে যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

আবহাওয়াবিদেরা বলছেন, ২০০৭ সালে মধ্য ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়া হারিকেন ক্রিলের পরে আবার এ ধরনের ঝড় আঘাত হানে। জার্মানিতে ক্রিলের আঘাতে ৪৭ জনের প্রাণহানি হয়েছিল।