Studypress News
নেতানিয়াহুর ভারত সফর
14 Jan 2018
ভারতে ছয় দিনের সফরে এসেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে নয়াদিল্লিতে বিমানবন্দরে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বীকৃতিকে সমর্থন দেয়নি ভারত। জাতিসংঘেও এর পক্ষে ভোট দেয়নি।
ইসরাইলি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছে সে দেশের ১৩০ জন শিল্পপতির একটি প্রতিনিধিদল। কূটনৈতিক সূত্রের খবর, নেতানিয়াহুর এই সফরে ভারত এবং ইসরাইলের মধ্যে বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক গভীরতর হবে। এই সফরে প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাটে যাবেন নেতানিয়াহু। প্রথম বিশ্বযুদ্ধে হাইফায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল মোদী ও নেতানিয়াহু যান তিন মূর্তি মেমোরিয়ালে। দিল্লির তিন মূর্তি চকের নাম আনুষ্ঠানিকভাবে বদলে রাখা হয় ‘তিন মূর্তি হাইফা চক’।
এর পর ১৬ই জানুয়ারি থেকে শুরু হওয়া রাইসিনা ডায়ালগ নামে একটি জিও পলিটিক্যাল কনফারেন্সে অংশগ্রহণ করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।