Studypress News
রাশিয়ায় আপিল করবে গুগল।
20 Nov 2015
রাশিয়ার আদালতে এক রায়ের বিরুদ্ধে আপিল করবে ওয়েব জায়ান্ট গুগল। ওই রায়ে বলা হয়েছিল, ফোনে প্রি-ইনস্টলড অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে গুগল রাশিয়ান প্রতিযোগিতা আইন ভঙ্গ করছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়া যে প্রি-ইনস্টলড অ্যাপগুলোর ব্যাপারে অভিযোগ করেছিল, তার মধ্যে গুগল মালিকানাধীন ইউটিউব, গুগলের ফটোগ্রাফি ও ম্যাপস-ও রয়েছে। রাশিয়ার একচেটিয়া-ব্যবসা বিরোধী সরকারী কর্মকর্তারা জানিয়েছিলেন, গুগল মোবাইল প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ ইনস্টলে বাধ্য করে নিজের শীর্ষ অবস্থানের অপব্যবহার করছে। জবাবে গুগল জানিয়েছিল, কোনো মোবাইল অপারেটরকেই অ্যাপ ইনস্টলে বাধ্য করা হয়নি এবং তাদের সেবায় প্রতিযোগিতা করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে। পরবর্তীতে সেপ্টেম্বরে সিদ্ধান্তে পৌঁছানোর পর, গুগলের অ্যাপকে যাতে ফোন প্রতিষ্ঠানগুলো প্রাধাণ্য না দেয়, সে বিষয়ক চুক্তি পরিবর্তনে প্রতিষ্ঠানটিকে ১৮ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আরও বলা হয়েছিল, গুগল যদি তা না করে তাহলে রাশিয়া থেকে ২০১৪ সালে প্রতিষ্ঠানটি যা আয় করেছে, তার ১৫ শতাংশ জরিমানা হিসেবে ধরা হবে।