Studypress News

সৌদিতে জুন নাগাদ ১০ হাজারের বেশি নারী গাড়িচালক নিয়োগ

18 Jan 2018

সৌদি আরবে অ্যাপভিত্তিক গণপরিবহন সেবা উবার ও কারিম যার সব চালক পুরুষ । মূলত নিজ গাড়িই উবার ও কারিমের চালকেরা ব্যবহার করে থাকেন । উবার ও কারিম কর্তৃপক্ষ এখন  কয়েক হাজার নারী গাড়িচালক নিয়োগ দিতে চাইছে ।

গত সেপ্টেম্বরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নিয়ে আদেশ জারি করেন বাদশাহ সালমান । ২০১৮ সালের জুনের মধ্যে তা বাস্তবায়ন করা হবে ।
মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পাকিস্তানের ১৩টি দেশে গণপরিবহন সেবা দিয়ে আসা কারিম গত অক্টোবর মাসে সৌদি আরবে গাড়ি চালানোর বিষয়ে ৯০ মিনিটের প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে । এতে টার্গেট করা হয়েছে সেসব নারীকে, যাঁদের বিদেশ থাকা অবস্থায় আগে থেকেই সংগ্রহ করা রয়েছে গাড়ি চালানোর লাইসেন্স ।
এ  বছরের জুন নাগাদ ১০ হাজারের বেশি নারী গাড়িচালক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ।