Studypress News

কাতারে বাংলাদেশি কর্মী কমলেও রেমিট্যান্সের হার বেড়েছে

08 Jan 2018


কাতারে বাংলাদেশি কর্মীর আগমন কমলেও রেমিট্যান্সের হার বেড়েছে।
২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থ বছরে বাংলাদেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে    দুই হাজার ৪৮১ কোটি টাকা এবং তিন হাজার ৪৮৪ কোটি টাকা । কিন্তু ২০১৬-১৭ অর্থ বছরে বাংলাদেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় চার হাজার ৬০৮ কোটি টাকা । এই রেমিট্যান্স গত দুই অর্থ বছরের চেয়ে যথাক্রমে ৮৫ ভাগ ও ৩৩ ভাগ বেশি ।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে । কাতারে কর্মরত লাখো প্রবাসী বাংলাদেশি কর্মীর জন্য দূতাবাস নানা সেবা দিয়ে আসছে । এর মধ্যে রয়েছে চুক্তিপত্র সত্যায়ন, দূতাবাসে শ্রম বিরোধসম্পর্কিত বিভিন্ন অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা জিসিসি প্রদান, কর্মীদের আবাসস্থল (লেবার ক্যাম্প) ও কর্মপরিবেশ পরিদর্শন, জেলখানা পরিদর্শন, আটক কর্মীদের আইনি সহায়তা দেওয়া, মৃত ব্যক্তির মরদেহ দেশে পাঠানো, হাসপাতাল পরিদর্শন ও শ্রমবাজার সম্প্রসারণে নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ।
বিদেশে আসার আগে প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি প্রয়োজনে স্বল্প সুদে ব্যাংক ঋণও দেওয়া হচ্ছে ।