Studypress News
তাজমহল দেখতে নতুন নিয়ম
03 Jan 2018

মধ্যযুগের সপ্তাশ্চর্যের এক আশ্চর্য ঐতিহ্যবাহী তাজমহল দেখতে এখন থেকে দিনে ৩০ হাজারের বেশি পর্যটক ভেতরে ঢুকতে পারবেন না ।
আগে দর্শনার্থীরা নির্দিষ্ট ফি দিয়ে তাজমহলে ঢুকতে পারতেন । ভারতীয়দের জন্য প্রবেশ ফি কম হলেও সার্কভুক্ত দেশসহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য আলাদা ফি ছিল । ভারতীয়দের জন্য ফি ২০ রুপি, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৫১০ রুপি আর অন্য দেশের নাগরিকদের জন্য ফি ছিল ৭৫০ রুপি । তবে দেশি–বিদেশি ১৫ বছরের নিচের শিশু-কিশোরদের ফি লাগত না । এবার নতুন নিয়মে ১৫ বছরের নিচের শিশু-কিশোরদের প্রবেশ ফি না লাগলেও তাদের বিনা মূল্যে একটি টিকিট দেওয়া হবে । প্রতিদিন কত পর্যটক তাজমহল দেখতে আসেন, তার হিসাব রাখতেই নিয়ম চালু করা হবে । এ ছাড়া তাজমহলের ভেতরে সম্রাট শাহজাহান ও সম্রাজ্ঞী মমতাজ মহলের সমাধি দেখতে হলে আলাদা ফি দিয়ে টিকিট কাটতে হবে ।
তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি । মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মুমতাজ নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৫৩ খ্রিস্টাব্দে।
Important News

Highlight of the week
