Studypress News

নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান মুজিবুর রহমান

14 Jan 2018

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সচিব মুজিবুর রহমান হাওলাদারকে চুক্তিতে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এই কর্মকর্তার পিআরএল বাতিল করে তিন বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হবে। সচিব পদমর্যাদা ছাড়াও সচিবের বেতনে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মুজিবুর।

গত বছরের ৩ অগাস্ট নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হয়।

১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা মুজিবুর গত সেপ্টেম্বর মাসে ভূমি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে অবসরে যান।

এর আগে তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং খাগড়াছড়ি জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন।